সর্বসম্মতিক্রমে এজিএমএ আর্থিক প্রতিবেদন পাশ

স্পোর্টস ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এজিএম বা বার্ষিক সাধারণ সভা। সভায় গত এক বছরের আর্থিক বিবরণীর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে।

শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে চার বছরে একবার সাধারণ বার্ষিক সভা হলেও আজ আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ও শেষ সভাটি বসেছে।  সকাল ১১টায় শুরু হয়ে তা শেষ হয়েছে দুপুর ১টায়।

এজিএম সভায় গেল বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সেটি সর্বসম্মতভাবে পাশ হয়েছে। এ সময় বাদল রায় ছাড়া বাফুফের বাকী সকল কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ডেলিগেটরা।

সভায় উপস্থিত ছিলেন বর্তমান বাফুফে সভাপতি সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তারা তাদের প্রতিবেদন উপস্থাপন করেন। আর আর্থিক বিবরণী উপস্থাপন করেন দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

এজিএমে ১৩৯ জন ভোটিং ডেলিগেটদের ১৩৬ জন উপস্থিত ছিলেন।

এক ডেলিগেটের দাবি, গত এজিএমগুলোর তুলনায় এবারেরটি ছিল শান্তিপূর্ণ। 

লাঞ্চ বিরতির পর বাফুফে নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টায়। তারপর ভোটগণনা চলবে।