২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:১৩ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩ সোমবার

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, ‘মুজিবকন্যা শেখ হাসিনার ওয়াদামতে ২০৪১ সালের মধ্যে দেশ স্মার্ট ও আলোকিত বাংলাদেশে পরিণত হবে।’ গতকাল রবিবার বিকালে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা ভবনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নির্বাচন সামনে এলে জনপ্রিয়তাহীন একটি দল বাংলাদেশকে অন্ধকারের দিকে নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে; কিন্তু মানুষ তাদের ভোট দিয়ে বাংলাদেশকে অন্ধকারের দিকে ধাবিত করতে চায় না। তাই বার বার জনগণ আওয়ামী লীগ সরকারকে ভোট দিচ্ছে এবং আগামী নির্বাচনেও ভোট দিয়ে স্মার্ট ও আলোকিত বাংলাদেশে পরিণত করতে সহায়তা করবে।

জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন, জেলা প্রশাসক আরিফুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।এর আগে দুপুরে সাবেক এমপি অধ্যক্ষ নজরুল ইসলামের ৩১তম মৃত্যবার্ষিকীতে দোয়া ও মোনাজাতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।