আর্থিক প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে থাকবে হটলাইন নম্বর : বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৮:৩১ পিএম, ২১ মে ২০২৩ রোববার

আর্থিক প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে থাকবে হটলাইন নম্বর : বাংলাদেশ ব্যাংক

আর্থিক প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে থাকবে হটলাইন নম্বর : বাংলাদেশ ব্যাংক

আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গ্রাহক সেবা ও দ্রুত অভিযোগ নিষ্পত্তি করতে দৃশ্যমান স্থানে হটলাইন নম্বর রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সব আর্থিক প্রতিষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের হটলাইন নম্বরও (১৬২৩৬) প্রদর্শন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে রোববার এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। ঐ নির্দেশনা সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে।

আরো বলা হয়েছে, স্মার্ট বাংলাদেশ’ গঠনে ডিজিটাল আর্থিক কার্যক্রম ত্বরান্বিত করার নিমিত্তে নাগরিকদের আর্থিক সেবা প্রদান এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রধান কার্যালয় ও শাখা অফিসসমূহে বিদ্যমান অভিযোগ বাক্সে প্রতিষ্ঠানের নিজস্ব ‘হটলাইন’ নম্বর প্রদর্শন করতে হবে। 

পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ‘হটলাইন’ নম্বর (১৬২৩৬) লিপিবদ্ধ করে দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। এর আগে, ৯ মে ব্যাংকগুলোর প্রতি একই নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।