বইমেলা ঘিরে নাশকতার চেষ্টা, জঙ্গি খুঁজে পাচ্ছে না তারেক

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ধীরে ধীরে জমে উঠেছে অমর একুশে বইমেলা। করোনার প্রকোপে গত দুই বছর বইমেলা সেভাবে না জমলেও এবারের বইমেলায় বেশ সাড়া জেগেছে। লেখক-পাঠক-দর্শকে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ। জনমনে চলছে তীব্র উৎসবের ছোঁয়া। আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে তৎপর। কিন্তু এসবের মধ্যেও নাশকতার অপচেষ্টা করছেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আইন শৃঙ্খলা বাহিনীর তরফে গোপন সূত্রে জানা গেছে, সরকারকে ব্রিবত করতে আবারও নাশকতার পথ বেছে নিচ্ছে তারেক রহমান। লন্ডনে থেকে কলকাঠি নাড়াচ্ছেন সন্ত্রাসী বাহিনীর। বইমেলার উচ্ছ্বাস ঘিরে জনমনে আতঙ্ক ছড়াতে হামলার পরিকল্পনাও সাজিয়েছেন তিনি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় কুলিয়ে উঠতে পারছেন না। তাছাড়া জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ চলমান থাকায় তিনি কোনো সন্ত্রাসী বা জঙ্গি খুঁজে পাচ্ছেন না। কিন্তু বিষয়টিকে আমরা হালকাভাবে নিচ্ছি না। নিরাপদ বইমেলা উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনী সদা জাগ্রত আছে।

এদিকে বিএনপি সূত্রে জানা গেছে, কোনো হামলা নয়, বরং বইমেলায় আগত জনগণকে কাজে লাগানোর চেষ্টা চলছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আন্দোলন বেগবান করার চেষ্টা চলছে। তবে কোনোভাবেই কাজে লাগছে না। স্কাইপিতে দল চালিয়ে ফল পাচ্ছেন না তারেক।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, হামলা বা নাশকতা নয়, আন্দোলনে গতি আনার জন্য তারেক সাহেব হয়তো নতুন কিছু করার চেষ্টা করছেন। এক্ষেত্রে নতুন কোনো পথ হিসেবে তিনি অন্যকিছু খুঁজছেন। এতে জানমালের খুব একটা ক্ষতি বলে মনে হচ্ছে না।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছিলেন, বইমেলায় অতীতে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কারও ওপর কোনো থ্রেট বা হামলার শঙ্কা নেই। তবে কোনো লেখক বা প্রকাশক নিরাপত্তার ঝুঁকিতে থাকলে পুলিশকে জানালে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য যে, বইমেলা বারবার জঙ্গিবাদের টার্গেট ছিল। এর আগেও হামলা হয়েছিল। ২০১৫ সালের ২৬শে ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলায় স্ত্রীর সাথে বেড়াতে এসেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্লগার ও লেখক অভিজিৎ রায়। মেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে তার ওপর প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। হাসপাতালে নেবার পর সেই রাতেই মারা যান অভিজিৎ রায়। হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন। এরপর থেকে বারবার টার্গেটে থাকে বইমেলা।