শোক ও শক্তির আগস্ট

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:১৪ এএম, ১৭ আগস্ট ২০২২ বুধবার

শোক ও শক্তির আগস্ট

শোক ও শক্তির আগস্ট

আগস্ট মাসে আমি আমার পিতাকে হারিয়েছি
আগস্ট মাসে আমি আমার মাকে হারিয়েছি
আগস্ট মাসে আমি আমার ভাইকে হারিয়েছি
আগস্ট মাসে আমি আমার বোনকে হারিয়েছি।

আমি চোখ বুঝলেই দেখতে পাই 
সিঁড়িতে পড়ে আছে আমার পিতার লাশ
আমি চোখ বুঝলেই দেখতে পাই
গুলিতে ছিন্নভিন্ন আমার মায়ের লাশ
আমি চোখ বুঝলেই দেখতে পাই
গ্রেনেডের আঘাতে ক্ষতবিক্ষত আমার বোনের লাশ
আমি চোখ বুঝলেই দেখতে পাই
আকাশের শুভ্র ক্যানভাসে রক্তের দাগ।

আমি কান পাতলেই শুনি 
মেশিনগানের গুলির শব্দে খানখান করে ভেঙ্গে যাচ্ছে ভোরের নির্জনতা
আমি কান পাতলেই শুনি
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ানো একটি শিশুর আর্তনাদ
আমি কান পাতলেই শুনি 
গ্রেনেডের শব্দে প্রকম্পিত জমিন ও আসমান
আমি কান পাতলেই শুনি
দেয়াল জুড়ে আজও ষড়যন্ত্রের ফিঁসফাস।

আগস্ট মাসের কাছে আমাদের সব অশ্রু জমা রাখা আছে
আগস্টের কাছেই নিয়েছি আমরা ঘুরে দাঁড়ানোর পাঠ

আগস্ট আমাদের কাছে শক্তি ও সাহসের যুগপৎ নাম।