তুরস্কে নিজের রেকর্ড ভেঙে সেমিতে বাংলাদেশের দ্রুতমানব ইমরানুর

স্পোর্টস ডেস্ক:

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:২৩ এএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার

তুরস্কে নিজের রেকর্ড ভেঙে সেমিতে বাংলাদেশের দ্রুতমানব ইমরানুর

তুরস্কে নিজের রেকর্ড ভেঙে সেমিতে বাংলাদেশের দ্রুতমানব ইমরানুর

তুরস্কের কোনিয়ায় আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন হবে অনুষ্ঠিতব্য ‘৫ম ইসলামিক সলিডারিটি গেমস-২০২১’ এর। ইতিমধ্যেই কিছু ইভেন্ট শুরু হয়ে গেছে। এ গেমসের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।

শনিবার বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর গণমাধ্যমে জানান, হিটে ১০.০১ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছেন ইমরানুর।

হিটে ৮ জনের মধ্যে দ্বিতীয় হয়েছেন ইমরানুর।  আজ  তুরস্ক সময় বিকেল ৪.৩০ মিনিটে ইমরান সেমিফাইনালে দৌড়াবেন।

বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ১০০ মিটার স্প্রিন্টের সাত নম্বর হিটে অংশ নিয়ে তৃতীয় হয়েছিলেন ইমরান, তবে টাইমিং ছিল ১০.৪৬ সেকেন্ড। ইমরানের ব্যক্তিগত সেরা টাইমিং হচ্ছে ১০.২২।

বিশ্ব অ্যাথলেটিকসের প্রস্তুতিতে লন্ডনে এই টাইমিং করেছিলেন তিনি। তুরস্কে তিনি সেই রেকর্ডও ভেঙে দিলেন।