সমুদ্রের বিভীষিকা কাটিয়ে মিরাজের কৃতজ্ঞতা

স্পোর্টস ডেস্ক:

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৪:৩২ পিএম, ৪ জুলাই ২০২২ সোমবার

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা যেতে হয়েছে বাংলাদেশ দলকে। তবে বিমানে নয়, ফেরিতে করে আটলান্টিক মহাসাগার পাড়ি দিয়ে। সাগরের বিশাল ঢেউয়ে অনেক ক্রিকেটারের অবস্থাই করুণ হয়ে গিয়েছিল! দীর্ঘ পাঁচ ঘন্টা সমুদ্র পাড়ি দিতে গিয়ে সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয়েছে পেসার শরীফুল ইসলাম, উইকেটকিপার নুরুল হাসান এবং ম্যানেজার নাফিস ইকবালের। বাদ যাননি অধিনায়ক মাহমুদউল্লাহও।

দলীয় সূত্রে জানা গেছে, একমাত্র সাকিব আল হাসানেরই কিছু হয়নি! তিনি নাকি পুরো জার্নিটা উপভোগ করেছেন। এরপর ডমিনিকা পৌঁছে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অল-রাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তিনি সোশ্যাল সাইটে লিখেছেন, 'একমাত্র প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে তার সৃষ্টির অনেক নিদর্শন দেখার সুযোগ করে দিয়েছেন তাই আমরা আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মহান রব্বুল আল-আমীনের সৃষ্টি অনেক সুন্দর!'

উল্লেখ্য, বাংলাদেশের এই টি-টোয়েন্টি দলটিতে কারওই সমুদ্রযাত্রার অভিজ্ঞতা নেই। তাই এই কাণ্ড। মিরাজ লিখেছেন, 'সেই ছোটবেলায় আটলান্টিক মহাসাগরের কথা বইয়ে পড়েছি আজকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে খুবই ভালো লাগছে। নতুন একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল এবং আমরা যখন পাড়ি দিচ্ছিলাম তখন অনেক আনন্দ করছিলাম আবার অনেকে ভয়ও পাচ্ছিলাম। আজকের দিনটা অনেক স্মরণীয়  হয়ে থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। '