মার্কিন যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট বৃত্তির আবেদনের সময় বাড়লো ১৬ জুলাই পর্যন্ত

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ৩০ জুন ২০২২ বৃহস্পতিবার

সংগৃহীত

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বৃত্তির (২০২২-২৩ শিক্ষাবর্ষে) আবেদনের সময়সীমা বাড়িয়ে আগামী ১৬ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা হয়েছে। গত রোববার (২৬ জুন) ঢাকার মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তি ও ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে। এর আগে এই বৃত্তির জন্য আবেদনের মেয়াদ ১ জুন থেকে বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছিল।

এই শিক্ষাবৃত্তির আওতায় বিভিন্ন দেশ থেকে স্নাতক ডিগ্রিধারী ও তরুণ পেশাজীবীরা বিনা খরচে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পেয়ে থাকেন। এই কার্যক্রমে অংশ নেওয়ার জন্য অগ্রাধিকারপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে রয়েছেন—বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কনিষ্ঠ অনুষদ সদস্য, সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বুদ্ধিবৃত্তিক সংগঠন ও এনজিওতে কর্মরত কনিষ্ঠ থেকে মধ্যপর্যায়ের কর্মকর্তারা।

ঢাকার আমেরিকান দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম উন্নয়ন, স্বাস্থ্য এবং চিকিৎসা বিজ্ঞান, বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, সমাজবিজ্ঞান, মানবিক, ব্যবসা, অর্থনীতি, পাবলিক পলিসি, পরিবেশ বিজ্ঞান, নগর পরিকল্পনা, কলা অনুষদ, মনোবিজ্ঞান ও নিরাপত্তা অধ্যয়ন বিষয়ে ডিগ্রি অর্জনে ফুলব্রাইট বৃত্তি দেওয়া হবে।