জুনে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুরা করোনার ভ্যাকসিন পাবে

স্বাস্থ্য ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ৩০ এপ্রিল ২০২২ শনিবার

সংগৃহীত

সংগৃহীত

করোনাভাইরাস প্রতিরোধে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন দেওয়া হবে জুন থেকে। শিশুদের উপযোগী ফাইজারের ভ্যাকসিনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

গতকাল শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্র সেন্টারে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমরা দুই কোটি ভ্যাকসিনের চাহিদা পাঠিয়েছি। ভ্যাকসিনগুলো এলে দুই কোটি শিশুকে এই কার্যক্রমে আনা যাবে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের ৩০ লাখ ভ্যাকসিন এখনও এসেছে। অভিভাবকদের বলব ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের নিবন্ধন করে নিবেন। জন্মনিবন্ধন সনদ দিয়ে ভ্যাকসিন রেজিস্ট্রেশন করতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের ৭৫ ভাগ জনগণকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। টার্গেট জনগোষ্ঠীর ৯৫ ভাগও লোক ভ্যাকসিন পেয়েছেন। আমরা ২৫ কোটি ডোজ ভ্যাকসিন দিয়েছি। আমরা এখন বুস্টার ডোজ দিচ্ছি। যারা বুস্টার ডোজ নেননি তারা দ্রুত নিয়ে নেবেন।’

তিনি আরও বলেন, ‘ভ্যাকসিন দেওয়ায় আমরা সফল হয়েছি। এ কারণে প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হয়েছেন এবার তাকে ভ্যাকসিন চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।’

করোনার চতুর্থ ওয়েব প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে অধিকাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। তাই চতুর্থ ওয়েব আমাদের সেভাবে প্রভাব ফেলতে পারবে না।’

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ অন্যরা।