ভারতে যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলটের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:১৬ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানের জয়সলমিরের কাছে বিমানবাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বিমানের পাইলট পাইলট উইং কমান্ডার হারষিত সিনহা মারা গেছেন। 

ভারতের বিমানবাহিনীর বিবৃতিতে জানানো হয়, গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় রাজস্থানে মিগ-২১ যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়ে যায়। এতে পাইলট উইং কমান্ডার হারষিত সিনহার মৃত্যু হয়। বিমান দুর্ঘটনাটির বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে।

জয়সলমিরের পুলিশ সুপার অজয় সিংহ সংবাদ সংস্থাকে পিটিআইকে জানিয়েছেন, জয়সলমিরের ডেজার্ট ন্যাশনাল পার্কের একটি জায়গায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই তামিলনাড়ুতে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয় জেনারেল বিপিন রাওয়তসহ ১৪ জনের।