ওমিক্রনের তাণ্ডবে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:৫১ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের তাণ্ডবে দিশেহারা দক্ষিণ আফ্রিকা। মহামারির বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞায় পথে বসতে চলেছে দেশটির পর্যটন শিল্প।

প্রাণঘাতী করোনা ভাইরাসের চতুর্থ দফার সংক্রমণে দিশেহারা দক্ষিণ আফ্রিকা। ওমিক্রনের বিস্তার রোধে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। তবে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন দেশটির ট্রাভেল এবং টুরিজম শিল্প।

কয়েক দফা লকডাউনে ফ্লাইট বন্ধ থাকায় বিপাকে পড়েছে দেশটির পর্যটন শিল্পে জড়িত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। তারা বলছেন, এই শিল্পে টিকে থাকাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম এই খাতে কর্মসংস্থান হারানোর শঙ্কাও করছেন অনেকে। এদিকে, টুরিজম শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের প্রতি প্রণোদনার আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। শিগগিরই বিকল্প উপায় বের কোরে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার দাবি তাদের।