সারের ভর্তুকি বাড়লেও বাড়ছে না সারের দাম: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

সারের ক্ষেত্রে ভর্তুকি কয়েকগুণ বেড়ে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারের দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বুধবার সচিবালয়ে নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়টার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সারের দাম চারগুণ বেড়েছে। আমরা সারে ৯০০ কোটি টাকা দেই সাবসিডি (ভর্তুকি)। এটা এবার মনে হয় ২০ হাজার কোটি টাকা দিতে হবে। তবে প্রধানমন্ত্রী এখন পর্যন্ত আমাদের বলেছেন, উনি সারের দাম বাড়াবেন না।

ডিজেলের দাম বাড়ানোর প্রভাব কৃষিতে পড়বে কিনা- এমন প্রশ্নের জবাবে ড. আব্দুর রাজ্জাক বলেন, প্রভাব তো অবশ্যই পড়বে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। 

কৃষিমন্ত্রী বলেন, ৪০ শতাংশ সেচ মেশিন বিদ্যুতে চলে, এতে কোনো অসুবিধা হবে না। কিন্তু ডিজেলের ক্ষেত্রে সমস্যা হবে। দেখা যাক, ডিজেলের দামের ট্রেন্ডটা তো কমের দিকে আছে, যদি আরো কমে সরকারও দাম কমাবে।

ডিজেলে ভর্তুকি দেওয়া ঝামেলা জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এটা নিয়ন্ত্রণ করা যাবে না। সেচ যন্ত্রের কথা বলে অন্য কাজে ডিজেল ব্যবহার করা হবে। ডিজেলে সাবসিডি দেওয়া কঠিন হবে।

তামাক চাষ বন্ধে সরকারের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, আমরা কৃষি মন্ত্রণালয় থেকে তামাক চাষে একদমই উৎসাহিত করি না। আমাদের নীতিগত সিদ্ধান্ত হলো- এটাকে নিরুৎসাহিত করা। এরপর এখনও কিছু মানুষ তামাক খায়।