যে উপায়ে স্মার্টফোন দিয়ে টিভি নিয়ন্ত্রণ করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্মার্টফোনের এই যুগে টিভির রিমোটের খোঁজখবর রাখা খুবই ঝামেলার কাজ। এবার রিমোটের কাজ সহজেই করা যাবে স্মার্টফোনের মাধ্যমে। ‘Google Home’ নতুন আপডেটের ফলে অন্য কোনো অ্যাপ ছাড়াই আপনার Chromecast বা Nvidia Shield নিয়ন্ত্রণ করতে পারবেন।

আপনি যদি ‘Google Home’ অ্যাপে প্রবেশ করে ‘any device running Android TV’ অপশনটি নির্বাচন করেন, তবে আপনার ডিসপ্লের নিচে একটি ভার্চুয়াল রিমোট খোলার অপশন দেখতে পাবেন। ভার্চুয়াল রিমোট অপশনটি ওপেন করলে আপনার টিভিতে একটি পিন নাম্বার দেখাবে। সেই পিন বা কোড ডিভাইসে প্রবেশ করলেই স্মার্টফোনের মধ্যেমে অ্যানড্রয়েড টিভি কন্ট্রোল করতে পারবেন।

গত সেপ্টেম্বরে করা গুগলের একটি টেস্টে দেখা যায়, একটি স্ট্যান্ডার্ড রিমোটের সঙ্গে এই কন্ট্রোল প্যানেলটির সেটআপ একই রকমের। তবে এটি গুগল টিভি অ্যাপে থাকা রিমোটের মতো শক্তিশালী নয়।

এতে একটি বড় টার্চপ্যাড হোম, অ্যাসিস্টেন্ট শর্টকার্টস অপশন রয়েছে। উপরের ডানে একটি পাওয়ার বাটন রয়েছে যা ট্যাপ করে টেলিভিশন চালু ও বন্ধ করতে পারবেন। তবে এতে বেশ লিমিটেড ইন্টারফেস রয়েছে।