নাটোরে সুশাসন নিশ্চিত করতে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:২১ এএম, ১ নভেম্বর ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগনের অংশীদারিত্ব তৈরীর মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে নাটোরে গণমাধ্যম কর্মীদের জন্যে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার থেকে শুরু হয়েছে। গতকাল সকাল নয়টায় ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক অনলাইন কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও প্লাটফর্মস ফর ডায়ালগ (পি ফর ডি) এর প্রকল্প পরিচালক ড. গোলাম ফারুক।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ এবং পি ফর ডি’র টিম লিডার আর্সেন স্টেফেনিয়ন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম সভাপতিত্ব করেন।

কর্মশালায় সুশাসন নিশ্চিত করতে সেবা প্রদানের পাঁচটি ক্ষেত্র সিটিজেন চার্টার, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, তথ্য অধিকার, জাতীয় শুদ্ধাচার কৌশল এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ে প্রশিক্ষণ সেশন উপস্থাপন করা হচ্ছে।