সিরাজগঞ্জে ৪টি বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:০৭ এএম, ২৪ অক্টোবর ২০২১ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালী উপজেলায় একদিনে ৪টি বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান।

জানা গেছে, বেলকুচির ভাংগাবাড়ী ইউনিয়নের আদাচাকী, ধুকুরিয়া বেড়া ইউনিয়নের পারসগুনা ও দৌলতপুর ইউনিয়নের আজুগড়া গ্রামে তিনটি ও চৌহালী উপজেলার স্থল ইউনিয়নের স্থল নওহাটা গ্রামে একটিসহ মোট চারটি বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান। চার স্কুলছাত্রীর মধ্যে একজন সপ্তম শ্রেশিতে, দুইজন নবম শ্রেণিতে ও একজন দশম শ্রেণিতে অধ্যায়নরত। 

কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়েগুলো বন্ধ করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং কনের বাবার থেকে কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা নেয়া হয়। বাল্যবিয়েগুলো বন্ধে সহযোগিতা করেন এনায়েতপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।