রাজধানীসহ দেশের কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা: আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:২৪ এএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীসহ দেশের কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় আজ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সকালে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানায়, খুলনা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গতকাল রাতে আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে একটি লঘুচাপ। এ কারণে নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়। কিন্তু রাতে এক বিজ্ঞপ্তিতে সতর্ক সংকেত নামিয়ে দেওয়া হয়।

আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের বাকি অংশ থেকে বিদায় নেয়ায় আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে।