শেরপুরের নকলায় আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ বিষয়ে শেরপুরের নকলায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে গতকাল ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ প্রশিক্ষণ পরিচালনা করেন।

ওইসময় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হাসান উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।