কুড়িগ্রাম হাসপাতালে জরুরি মেডিক্যাল সরঞ্জাম দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:৪২ এএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাকালীন সহায়তা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী কুড়িগ্রাম হাসপাতালে জরুরি মেডিক্যাল সরঞ্জাম দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে পালস অক্সিমিটার, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হয়।

রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের মেজর শামীম কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকনকে আনুষ্ঠানিকভাবে এসব মেডিক্যাল সরঞ্জাম হস্তান্তর করেন।  

এ সময় সেনাবাহিনীর সদস্য, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মেজর শামীম বলেন, হাসপাতালে দেওয়া মেডিক্যাল সরঞ্জামগুলো কর্তৃপক্ষ যথাযথ ব্যবহার ও বিরতণ নিশ্চিত করবেন। বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। করোনা মহামারিসহ যে কোনো বিপর্যয়ে সেনাবাহিনী পাশে থাকবে।