সাতক্ষীরায় ৩৫ টি মোবাইল উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০১:৫০ পিএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম সেপ্টেম্বরে ৩৫ টি মোবাইল উদ্ধার করেছে। গতকাল সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। 

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপি মোস্তাফিজুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার সদর ইকবাল হোসেন, সাইবার ক্রাইমের সদস্য এসআই রোকনুজ্জামানসহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি এসপি মোস্তাফিজুর রহমান বলেন, সাতক্ষীরা জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম নিরলস ভাবে কাজ করে মোবাইলগুলো উদ্ধার করেছে। এর জন্য পুলিশকে কোনো টাকা দিতে হয় নি। অতিরিক্ত পুলিশ সুপার সদর ইকবাল হোসেন হোসেনের নেতৃত্বে সাইবার টিম অত্যন্ত নিরলসভাবে ও দক্ষভাবে কাজ করে মোবাইল গুলো উদ্ধার করেছে।