দুর্গাপূজা উপলক্ষে নগরীর ৭৪টি পূজামণ্ডপকে টাকা দিয়েছে রাসিক

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:০৩ এএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নগরীর ৭৪টি পূজামণ্ডপকে ১০ হাজার টাকা করে দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। গতকাল সোমবার দুপুরে নগর ভবনে পূজামণ্ডপ কমিটির সভাপতি-সম্পাদকদের হাতে এ টাকা তুলে দিয়ে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এ সময় মেয়র বলেন, রাজশাহী শান্তির মহানগরী। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। মহানগরীতে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সব প্রস্তুতি নেয়া হয়েছে। রাসিকের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপকে ১০ হাজার টাকা করে দেওয়া হলো। বিগত বছরের ন্যায় এবারো উৎসাহ উদ্দীপনায় সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাজশাহী মহানগরের সভাপতি অলোক কুমার ঘোষ প্রমুখ।