৩৯৩ কোটি টাকা ব্যয়ে খুলনায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু: মেয়র খালেক

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:৪২ এএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৩৯৩ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। 

খুলনার একটি অভিজাত হোটেলে কেসিসির প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মেয়র বলেন, মানুষের পাঁচটি মৌলিক চাহিদার একটি স্বাস্থ্যসেবা। জনগণের স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিতে খুলনা সিটি কর্পোরেশনের একটি আলাদা বিভাগ কাজ করছে। নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোও মনিটরিং করা হচ্ছে। স্বাস্থ্যকর খুলনা গড়তে সোলার পার্ক, লিনিয়ার পার্ক, খালিশপুর শিশু পার্ক আধুনিকায়ন করা হচ্ছে। 

তিনি বলেন, খুলনা হতে যাচ্ছে উন্নয়নশীল বিশ্বের স্বাস্থ্যকর শহরের একটি রোল মডেল। এ লক্ষ্যে খুলনায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৩৯৩ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের লাইন ডাইরেক্টর (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার। এসময় কেসিসি’র প্রধান নির্বাহী (অতিরিক্ত দায়িত্ব) মো. আজমুল হক বক্তব্য রাখেন।