কিশোরগঞ্জের নিকলীতে এনআইএলজির ইউপি ভিত্তিক ভাল শিখন চিহ্নিত করণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৮:৩২ পিএম, ৮ অক্টোবর ২০২১ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলীতে গতকাল (৭ই অক্টোবর) বৃহস্পতিবার নিকলী উপজেলা পরিষদ হল রুমে জাতীয় স্থানীয় সরকার ইনস্ট্রিটিউট (এনআইএলজি) ও নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে, সহযোগীতায় সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কো অপারেশেন এসডিসি এবং প্রিপ ট্রাস্ট স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ পারস্পরিক শিখন কর্মসূচি প্রাতিষ্টানিকী করণ প্রকল্পের জাতীয় স্থানীয় সরকার ইনস্ট্রিটিউট (এনআইএলজি) এর ইউনিয়ন পরিষদ ভিত্তিক ভাল শিখন চিহ্নিত করণ। নিকলী উপজেলার সাতটি  ইউনিয়নের  নির্বাচিত জন প্রতিনিধি এবং কর্মকর্তা কর্মচারীদের একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালাটি নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসসাদিকজামানের সভাপতিত্বে ও বাবু আশিষ আচার্য্যরে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুছ ভূঞা জনি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনআইএলজি ডেপুটি ডাইরেক্টর মনিকা মিত্র, ইমরানুর রহমান, সাংবাদিক জয়দেব আচার্য্য ও শেখ উবায়দুল হক সম্রাট প্রমুখ।