হোয়াটসঅ্যাপে চ্যাট তালিকা দেখার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:১৮ এএম, ৮ অক্টোবর ২০২১ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপ এখন নিত্যদিনের সঙ্গী। চ্যাটিং ছাড়াও এই মেসেজিং প্ল্যাটফর্ম থেকে ভয়েস ও ভিডিও কল করাও সম্ভব। কিন্তু, হোয়াটসঅ্যাপে কে কার সঙ্গে কথা বলছেন, তা জানার কোনো উপায় থাকে না। তবে একটু বুদ্ধি খাটালেই কার সঙ্গে বেশি কথা হয়েছে সেই তথ্য বের করা সম্ভব-

* প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

* ডান দিকে উপরে থ্রি ডট মেনুতে ট্যাপ করুন।

* এবার সেটিংস সিলেক্ট করুন।

* এখানে ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজেস অপশন বেছে নিয়ে ম্যানেজ স্টোরেজ সিলেক্ট করুন।

* এবার আপনার সামনে একটি লম্বা তালিকা খুলে যাবে। কোন কনট্যাক্ট কত ডেটা ব্যবহার করেছে, তা এই তালিকা থেকে জানা যাবে।

* এই তালিকায় সবার উপরে যার নাম থাকবে, তার সঙ্গে সবথেকে বেশি কথা হয়েছে হোয়াটসঅ্যাপে। নামের উপরে ট্যাপ করে মোট কত মেসেজ চালাচালি হয়েছে দেখে নিতে পারবেন। এছাড়াও, চাইলে ডেটা ডিলিট করে স্টোরেজ ফাঁকা করতে পারবেন।

* এখানে সব ডেটা ডিলিট করার অপশন পাবেন। চাইলে চ্যাটও ডিলিট করতে পারবেন।