অনির্দিষ্টকালের জন্য বাড়লো সাময়িক এনআইডির মেয়াদ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ২০ জুন ২০২০ শনিবার

যেসব সাময়িক জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মেয়াদ ইস্যুর তারিখ হতে ২ বছর ছিল, সেগুলোর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করা হয়েছে। ফলে, এসব সাময়িক এনআইডি দিয়ে সব সেবা গ্রহণ বা প্রয়োজনীয় কাজ মেটানোর সুযোগ বাড়লো। 

শনিবার নির্বাচন কমিশনের (ইসি) ওয়েব সাইটের এনআইডি বিভাগে এই তথ্য দেন কমিউনিকেশন ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান । 

এতে উল্লেখ করা হয়, সব সেবাদানকারী প্রতিষ্ঠান সেবা গ্রহীতার কার্ড এনআইডি সিস্টেম হতে চেক করে প্রয়োজনীয় সেবা দিতে পারবেন। মেয়াদের কারণে সেবা গ্রহীতাকে কোন সেবা প্রদান থেকে বঞ্চিত না করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া যাদের জাতীয় পরিচয়পত্রের পেছনে মেয়াদ উল্লেখ আছে তারা প্রয়োজনে https://services.nidw.gov.bd লিংকে রেজিস্ট্রেশন করে ডাউনলোড অপশন হতে বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র (মেয়াদ উল্লেখ ব্যতীত ও অফিস হতে প্রাপ্ত কার্ডের মতো রঙ্গিন) ডাউনলোড করে মুদ্রণ ও লেমিনেটিং করে ব্যবহার করতে পারবেন।