ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আবারো শপথ নিয়েছেন আবি আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:০৭ এএম, ৫ অক্টোবর ২০২১ মঙ্গলবার

আবি আহমেদ

আবি আহমেদ

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় বারের মতো শপথ নিয়েছেন দেশটির নবনির্বাচিত আবি আহমেদ। আগামী পাঁচ বছরের জন্য তিনি দায়িত্ব নিলেন।

চলতি বছরের শুরুর দিকে আবি আহমেদের প্রোসপারিটি পার্টিকে জাতীয় নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়। জুন মাসের ওই নির্বাচনে প্রধানমন্ত্রীর দল ৪৩৬টি সংসদীয় আসনের মধ্যে ৪১০টি আসনে জয় লাভ করে। তবে ভোট জালিয়াতির অভিযোগ এনে বিরোধীদলগুলো নির্বাচন বর্জন করেছিল। কিন্তু দেশটির বাইরের পর্যবেক্ষকরা নির্বাচনকে অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো বলে আখ্যা দেন।

দেশের অভ্যন্তরে সমালোচনা থাকা সত্ত্বেও প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার এবং রাজনৈতিক সংস্কারের জন্য তিনি ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কারও পেয়েছেন।