গণমানুষের দল হিসেবে পরিণত হয়েছে আওয়ামী লীগ: হাছান মাহমুদ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৮:৪০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ। নির্বাচনে রাজনীতির অতিথি পাখিদের ভোট দেবেন না। যারা জনগণের পাশে রয়েছে এবং থাকবে এমন ত্যাগী নেতাদের ভোট দিন।  

গাইবান্ধা জেলার আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানের আগে শহরের সার্কিট হাউজে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. হাছান বলেন, তৃণমূলের নেতাকর্মীদের কারণে আওয়ামী লীগ আজকে গণমানুষের দল হিসেবে পরিণত হয়েছে। আওয়ামী লীগের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ইতিহাসের বাঁকে বাঁকে অনেক নেতা দ্বিধান্বিত হয়েছেন, অনেক নেতা ভুল করেছেন, অনেক নেতা দল ত্যাগ করে চলে গেছেন। কিন্তু কর্মীরা কখনো দ্বিধান্বিত হননি, তারা সবসময় ঐক্যবদ্ধ ছিল। কর্মীরাই দলকে টিকিয়ে রেখেছে।

তথ্যমন্ত্রী বলেন, ২০০৭ সালে যখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় তখন অনেক নেতা দ্বিধান্বিত ছিলেন, অনেক নেতা ভিন্ন সুরে কথা বলেছেন, অনেক নেতা আপস করার সিদ্ধান্ত নেন। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল বিধায় তাদের আন্দোলনে শেখ হাসিনা মুক্তি লাভ করেছিলেন। সে কারণেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

হাছান মাহমুদ বলেন, আগামী জাতীয় নির্বাচনে সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চাইবে। কিন্তু ত্যাগী নেতা ছাড়া আওয়ামী লীগের নৌকায় কাউকে প্রয়োজন নেই।