বিএসটিআই‌ সনদ দিবে শরিয়াহ মোতাবেক হালাল পণ্যের

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইসলামি শরিয়াহ মোতাবেক হালাল পণ্যের সনদ দেবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বিএসটিআইয়ের সম্পাদক মঈনুদ্দীন মিয়া গণমাধ্যমকে এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। এর আগে গত ৯ সে‌প্টেম্বর শিল্প মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি গে‌জেট জারি করেছে।

গে‌জেটে বলা হয়েছে, প্রক্রিয়াজাত দ্রব্য, প্রসাধন সামগ্রী, ওষুধ ও অন্যান্য সেবার জন্য বিএসটিআইয়ের পক্ষ থেকে হালাল সনদ দেওয়া হবে। ক্ষুদ্র শিল্পে সনদ বা নবায়ন ফি এক হাজার টাকা। মাঝারি শিল্পে তিন হাজার ও বৃহৎ শিল্পের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা ফি দিতে হবে।