কবিতা পর্ব: টাইমমেশিন ও নগ্নিকা

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২১ বুধবার | আপডেট: ০৪:০১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রোববার

ফাইল ছবি

ফাইল ছবি

টাইমমেশিন 

কফিনের মতো এক টাইমমেশিন, ঠিক কফিনের মতো নয়

জীবনের সমস্ত রাগ রিভলভারের মতো কোমরে ঝোলানো
ঠিক রিভলভারের মতো নয়

বিকেলে হেমন্তের রোদ নামছে বাড়ির উঠোনে
পাখি ডাকছে ‘বউ কথা কও’ 
ঠিক ‘বউ কথা কও’ নয় সুখে উঠে বসি টাইমমেশিনে 

তেতাল্লিশ বছর পিছনে... আমি-ই এক আট বছর বয়সি বালক
পালিয়ে এলাম যাকে মুহূর্তেই গুলি করে

ওর লাশ হেমন্তের রোদ মেখে বাড়ির উঠোনে পড়ে আছে
ঠিক বাড়ির উঠোনে নয়


নগ্নিকা 

পোশাক খুলছে মেয়েটি, নামছে ঝর্নাজলে। বনদস্যুর মতো ধেয়ে আসা জল 
লাফিয়ে উঠছে ওর নগ্ন শরীরে

বনের ভেতরে থেকে তাকে দেখে রাইফেল নামিয়ে রাখি

হরিণশিশুরা পিপাসা মেটাতে আসে ঝর্নায়, রাইফেল নামিয়ে রাখি

সন্ধ্যা নামছে, আকাশে জাগছে শুকতারা। আকাশে নগ্ন শুকতারা