নেত্রকোণায় কঠোর লকডাউনে প্রশাসনের তৎপরতায় ফাঁকা পথপ্রান্তর

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৮:৪২ পিএম, ২৬ জুলাই ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ রোধে মানুষকে সচেতন করার পাশাপাশি ঘরে রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক সর্বশেষ জারিকৃত নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের তোড়জোরে কঠোর লকডাউনে ফাঁকা নেত্রকোণার পথপ্রান্তর।

ইতিমধ্যে কাঁচা বাজারগুলো সড়িয়ে উন্মুক্তস্থানে নিয়ে যাওয়া হয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ছাড়া বন্ধ রয়েছে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি অফিস। প্রয়োজন ছাড়া বের হলে প্রশাসনের জেরার মুখে পরে জরিমানাও গুনতে হচ্ছে অনেককেই।

এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার ১০টি উপজেলায় নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত ১৩ জন ম্যাজিস্ট্রেটসহ মোট ৩৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুরো জেলার স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে কাজ করছেন। জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীসহ রেডক্রিসেন্ট, স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন সার্বক্ষণিকভাবে কর্তব্য পালন করছেন।