গফরগাঁওয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে সিনোফার্মার আরো ৩২০০ ডোজ টিকা

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৪:০১ পিএম, ২৬ জুলাই ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জন্য সিনোফার্মার আরো ৩ হাজার ২০০ ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে গত ১২ জুলাই সমপরিমান টিকা বরাদ্দ আসে। এই টিকা গ্রহণকারীদের দ্বিতীয় ডোজের জন্য সমপরিমান টিকা জেলা সিভিল সার্জনের দপ্তরে সংরক্ষিত রয়েছে। প্রথম ডোজ গ্রহণের একমাস পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

৩০ বছর ও তদোর্ধ্ব বয়সের যে কেউ মোবাইল থেকে সুরক্ষা অ্যাপস-এ রেজিষ্ট্রেশন করে বিনামূল্যে এই টিকা নিতে পারবেন।

শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মহামারী করোনার প্রথম ঢেউয়ের পর সরকার গফরগাঁও উপজেলার জন্য অ্যাস্টেজেনেকার ২৪ হাজার ডোজ টিকা দিয়েছিলেন। কিন্তু টিকা গ্রহণে আগ্রহ কম থাকায় অর্ধেক টিকা দেওয়ার পরই প্রথম ডোজ টিকা সরকার বন্ধ করে দেন।

ফলে রেজিষ্ট্রেশন করেও প্রায় সাড়ে তিন হাজার মানুষ দ্বিতীয় ডোজ টিকা নিতে পারেননি।

তবে সম্প্রতি গফরগাঁওয়ে নমুনা পরীক্ষা ও টিকা গ্রহণে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ কিছুটা বৃদ্ধি পেয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনউদ্দিন খান বলেন, ৩০ বছর ও তদোর্ধ্ব বয়সের যে কেউ মোবাইল থেকে সুরক্ষা অ্যাপস-এ রেজিষ্ট্রেশন ও এসএমএস প্রিন্ট করে আমাদের কাছে নিয়ে আসলেই বিনামূল্যে এই টিকা নেয়া যাবে।