জামালপুরে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৪৩, মৃত্যু ১ জনের

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ২৬ জুলাই ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুর জেলায় করোনা সংক্রমণের সংখ্যা গত পাঁচদিন থেকে টানা নিম্নমুখী হলেও আবারো শনাক্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাস ২৭.৭৭ শতাংশ থেকে কমে ১৮.২২ শতাংশ হয়েছে। যা গতকালের তুলনায় আজ ৯.৫৫ শতাংশ কমেছে।

নতুন করে একদিনে ৪৩ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়াও একজনের মৃত্যু হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, জামালপুর, ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে এবং রেপিড এন্টিজেনে ২৩৬টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়াও করোনা শনাক্ত হয়ে সরিষাবাড়ির মহাদান ইউনিয়নের বনগ্রামে সোহরাব আলী শেখ (৭০) বছর বয়সী এক ব্যক্তি মারা গেছে।

জেলায় করোনা শনাক্ত হয়েছে সদরে ২৫ সরিষাবাড়ি ৫, মেলান্দহ ২ দেওয়ানগঞ্জে ৩, বকশিগঞ্জে ৮ জনের।

জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪০৪৩ জন, মোট সুস্থ ৩৪৫৬ জন, মোট মৃত্যু ৭৮ জন। রেফার্ড ৪১ জন। জামালপুরে মৃত্যুর শতকরা হার ১.৯২%।

এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে, জামালপুর কেভিড ইউনিটে ১১ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন ও ঢাকায় ৫জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৪৭৪ জন রোগী।

জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মো. মাহফুজুর রহমান সোহান জানান, গত পাঁচদিন টানা শনাক্ত কম হলেও নমুনা সংগ্রহ বেশি থাকায় পরীক্ষায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নমুনা বেশি আসলে পরীক্ষায় সঠিকভাবে বুঝা যাবে করোনা সংক্রমণ কোন অবস্থানে আছে। তবে এটির জন্য অবশ্যই সময় লাগবে। সাধারন মানুষ যদি কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলে, তাহলে হয়ত আগামীতে ভাল কিছু দেখতে পাবো।