গৌরীপুরে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:২৮ পিএম, ২৬ জুলাই ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ এর নেতৃত্বে বাংলাদেশ পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার ভিডিপি প্রতিদিনের মত উপজেলার পৌর এলাকাসহ মহাসড়ক থেকে অলিগলিতেও চষে বেড়াচ্ছেন প্রশাসনের তথা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন।

তারপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পথচারীসহ এক শ্রেণির ব্যবসায়ী ও সুবিধাভোগী তাদের দৈনন্দিন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্যবিধি না মেনে। এতে করে কোভিড-১৯ আক্রান্তের ঝুঁকি দিন দিন বাড়ছে।

দোকানীর লুকোচুরি বন্ধে ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ কয়েকটি দোকান চিহ্নিত করেন। এসব দোকানের সাটার বন্ধ রেখে দোকান মালিকদের আটক ও জরিমানাও করেছেন। তারপরেও থামছে না লুকোচুরি!

সামাজিক যোগাযোগ মাধ্যম ও মুঠোফোনে এলাকাবাসীর দেয়া মন্তব্য, ব্যবসায়ী ও স্থানীয় যানবাহনের লুকোচুরি এবং সাধারণ মানুষের লডডাউন ভাঙ্গার প্রবণতা বন্ধ না হলে সরকারের দেয়া কঠোর লকডাউনের সফল আসবে না। প্রশাসনের কঠোরতার সঙ্গে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতন হতে হবে এমনটাই প্রত্যাশা  এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের।