শেরপুরে লকডাউনে ৫৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:২৮ এএম, ২৫ জুলাই ২০২১ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত লকডাউনে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় শেরপুরে ৫৭ জনকে জরিমানা করেছে জেলা ও উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

জেলা সদর ও উপজেলার বিভিন্ন পয়েন্টে ৫৭ জনের বিরুদ্ধে মামলার বিপরীতে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন।

শেরপুর জেলা প্রশাসন সূত্রে জানাযায়, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও মাইকের মাধ্যমে পুরো উপজেলা করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃস্টি লক্ষ্যে প্রচার করা হচ্ছে।

জেলার ৫টি উপজেলায় চলছে মোবাইল কোর্ট। তারপরেও যারা সরকারি নির্দেশনা না মেনে সরকারের ডাকা লকডাউন অমান্য করে বিনা কারনে মাস্ক পরিধান ছাড়া বাজারে ঘুরাফেরা করেছে, দোকানপাট খুলে এবং স্বাস্থ্যবিধি না মেনেছে তাদের ওই জরিমানা করা হচ্ছে।

জরিমানার পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কও বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।