দুটি গরু ও ৬টি ছাগল কোরবানি দিয়েছেন প্রধানমন্ত্রী

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:৫১ এএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহায় গণভবনে দুটি গরু ও ছয়টি ছাগল কোরবানি দিয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদের দুই দিন গণভবন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে। যেকোনো মানুষ গণভবনে ঢুকতে পারে। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। কিন্তু করোনার কারণে গত বছর থেকে প্রধানমন্ত্রী জনগণের সেই অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন। এটা তাঁর জন্য একটি বেদনার বিষয়। করোনা নিয়ন্ত্রণে চলে এলে গণভবন আবার সাধারণ মানুষকে অভ্যর্থনা জানাবে।

বিপ্লব বড়ুয়া জানান, প্রধানমন্ত্রী এবার দুটি গরু ও ছয়টি ছাগল কোরবানি দিয়েছেন। এই মাংস গণভবনের কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আজ সারা দিন গণভবনেই কাটাবেন। টেলিফোনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।