কোপা আমেরিকা: আসর সরিয়ে আনবে আর্জেন্টিনা থেকে ব্রাজিলে

স্পোর্টস ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকায় করোনাভাইরাসের প্রকোপের মাঝেই আয়োজিত হচ্ছে এবারের কোপা আমেরিকা। চলতি আসর মাঠে গড়ানোর যথার্থতা নিয়ে শুরু থেকেই স্বাগতিক ব্রাজিলসহ সবগুলো দল বেশ উদ্বিগ্ন ছিল। এরই মাঝে এসেছে ভয়ংকর খবর। টুর্নামেন্টের দুদিন না যেতেই করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ জন ফুটবলার।

প্রতিযোগিতা শুরুর আগেই এসেছিল প্রথম ধাক্কা। উদ্বোধনের একদিন আগে জানা যায়, ভেনিজুয়েলার মোট ৮ জন খেলোয়াড় করোনায় আক্রান্ত। এরপর থেকেই এর মাত্রা বাড়ার আশঙ্কা করা হচ্ছিল। শেষ পর্যন্ত সেটিই হলো।

এরই মধ্যে সব দল মিলিয়ে ৩১ জন খেলোয়াড় করোনায় আক্রান্তের খবর জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর পাশাপাশি টুর্নামেন্ট সংশ্লিষ্ট আরো ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যে ১০ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছে তারা প্রত্যেকেই ব্রাজিল-ভেনিজুয়েলা ম্যাচের দায়িত্বে ছিল।

এমনিতেই ব্রাজিলের করোনাভাইরাস পরিস্থিতি চরমে পৌঁছেছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে দেশটিতে প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ মারা গেছে। এমন পরিস্থিতিতেও কেন কোপা আমেরিকার আসর আর্জেন্টিনা থেকে সরিয়ে ব্রাজিলে আনা হলো সেটাই বড় প্রশ্ন!