হবিগঞ্জে খাল দখল করে স্থাপনা নির্মাণ, কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২০ মে ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও খালের পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃৃষ্টি করার অভিযোগে বিলাল মিয়া নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার নগর গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। 

তিনি জানান, নগর গ্রামের বিলাল মিয়া নামে ওই ব্যক্তি দীর্ঘদিন যাবত সরকারি খাল দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও খালের পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃৃষ্টি করে আসছিল। অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে ঘটনার প্রমাণ পাওয়ায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের একটি টিম।