প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে শেরপুরে

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১০ মে ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাল মন্ত্রণালয়ের আর্থায়নে ও জেলা প্রশাসনের সহায়তায় সদর উপজেলার ১৪টি ইউনিয়নে, মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ-উপহার (ভিজি এফ) এবং জিআর নগদ অর্থ প্রদান করা হয়।

রবিবার বেলা সাড়ে ১২টায় শেরপুর সদর উপজেলার ৮নং লছমনপুর ইউনিয়ন পরিষদে করোনায় দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৫শত পরিবার কে (জি আর ক্যাশ) ৫০০টাকা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা ২২০০ শত পরিবার কে ৪৫০ টাকা নগদ অর্থ প্রদান কারা হয়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ খবিরুজ্জামান খান বলেন- শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে করোনায় দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারদের সহায়তার জন্য ২ লক্ষ ৫০ হাজার এবং ১৪টি ইউপিতে ২৫ হাজার ৫শত ৭৯ জনকে সরকারী ভিজিএফ প্রদান করা হবে।

এ সময় ৮নং লছমনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া ও শেরপুর সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, পরিষদের সচিব আমিরুল ইসলাম, পরিষদের সদস্য মিজানুর রহমান, রাবিয়া বেগম প্রমূখ উপস্থিত ছিলেন