খালেদা জিয়ার আবেদন নাকচ: স্বপ্নভঙ্গ ফখরুলের

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:৪১ এএম, ১০ মে ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন নাকচ হওয়ার পর দলটির একাংশের সিনিয়র নেতাসহ স্বপ্নভঙ্গ হয়েছে মির্জা ফখরুলের। এমন গুঞ্জন ভেসে আসছে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে।

৭৬ বছর বয়সী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদন যখন প্রক্রিয়াধীন মূলত তখন বিএনপি নেতাদের মধ্যে দলের দায়িত্ব নিয়ে এক ধরণের সমঝোতা হয়েছিল। সেখানে সিনিয়র নেতা এবং ক্লিন ইমেজের হওয়ায় মির্জা ফখরুলের প্রতি আস্থা রেখেছিলেন দলের বৃহৎ অংশ।

পরিচয় গোপন রাখার শর্তে মির্জা ফখরুলের কাছের এক বিএনপি নেতা জানান, বেগম জিয়া দেশত্যাগ করার পর বিএনপিকে ঢেলে সাজানোর নানা পরিকল্পনা করছিলেন মনে মনে। নিজের অনুসারীদের দিয়ে বিএনপির রাজনীতির ধরণ বদলানোর নানা ভাবনা ছিল তার। কিন্তু বেগম জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ হওয়ায় স্বপ্নভঙ্গ হয়েছে মির্জা ফখরুলের।

এদিকে আইন অনুযায়ী দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই ৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন মতামত পাঠিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক।