ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:০৫ এএম, ২৮ এপ্রিল ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বুধবার সকাল ৮টা ২৪ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৬ দশমিক ২ মাত্রার এ কম্পনের কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম। এটির গভীরতা ছিল ২৮.৯ কিলোমিটার। এছাড়া ভারতের গুয়াহাটি ও মেঘালয়েও শক্তিশালী কম্পন হয়েছে।

মূলত বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলিতে এ সময়ে কম্পন হয়েছে। রাজধানীর পাশাপাশি কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এ ভূমিকম্পে দুলেছে কুড়িগ্রাম ও লালমনিরহাট।

ভূমিকম্পের বিষয়ে মিরপুরবাসী কাউসার আহমেদ জানান, তার বাড়ি ৬ তলা, ভূমিকম্পের সময় প্রচণ্ড দুলুনি অনুভব করেছেন। এ সময় ফার্নিচার ও টিভিসহ সবকিছুই দুলছিল।

তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।