লকডাউন শেষ হলে ব্যবসায়ীদের জন্য সুখবর আসতে পারে

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৯:৫১ এএম, ২০ এপ্রিল ২০২১ মঙ্গলবার

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ঈদের আগে লকডাউন শেষ হলে ব্যবসায়ীদের জন্য সুখবর আসতে পারে। তবে সেটি পরিস্থিতির ওপর নির্ভর করবে।

তিনি বলেন, ব্যবসায়ীরা যাতে ঈদের ব্যবসা করতে পারেন সেটা মাথায় রেখেই বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পরিস্থিতি কি হয় সেটা বিবেচনা করেই পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল সভা শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, রমজানের শুরু থেকে বাস্তবায়ন হওয়া লকডাউন আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ লকডাউন চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। আগের যে ১৩ দফা শর্ত ছিল তা চালু রেখেই এ লকডাউন বাস্তবায়ন হবে।

ফরহাদ হোসেন বলেন, সাইন্টিফিক্যালি ১৪ বা ১৫ দিন লকডাউন না হলে সংক্রমণের চেইনটা পুরোপুরি ভাঙা সম্ভব হয় না। সেই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে আগামী ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তিনি অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি বলেন, সংক্রমণ ম্যানেজ করা আমাদের উদ্দেশ্য। আমরা মনে করছি, আরো সাতদিন লকডাউন দিলে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।