মমেক পেল এক কোটি ১২ লাখ টাকার বিশেষ সম্মানী

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৭ এপ্রিল ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রাণঘাতী মহামারি কভিড-১৯ এ আক্রান্তদের জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবাদানাকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আর্থিক প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছিল সরকার। এরই পরিপ্রেক্ষিতে পূর্ব ঘোষণা অনুযায়ী এবার ময়মনসিংহ মেডিকেল কলেজসহ (মমেক) দেশের ১১টি প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসক, নার্স ও চিকিৎসাসেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের দেয়া হয়েছে এককালীন দুই মাসের বিশেষ সম্মানী।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবালয় অংশে সম্মানী খাতে বরাদ্দ ১৫০ কোটি টাকার অব্যায়িত অর্থ হতে ১১ প্রতিষ্ঠানকে মোট সাত কোটি ৮২ লাখ ৭৫ হাজার ৮২০ টাকা দেয়া হয়েছে।

এর মধ্যে মমেকের ১৫১ চিকিৎসক, নার্স-স্বাস্থ্যকর্মীসহ চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মচারীদের এক কোটি ১২ লাখ ২৫ হাজার ২৬০ টাকা দেয়া হয়েছে।

তবে এককালীন এ বিশেষ সম্মানী শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত সরকারি ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা পাবেন বলে উল্লেখ রয়েছে। এছাড়া আউটসোর্সিং বা অন্য কোনোভাবে নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা এ সম্মানী পাবেন না।