ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে গফরগাঁওয়ে

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:২৮ এএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন অমান্য করে ময়মনসিংহের গফরগাঁওয়ে হোটেল খোলা রাখায় ও মুখে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায় পৌরশহরে মধ্য বাজার, চাঁদনী হল মোড়ে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ টি মামলার বিপরীতে এক হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ব্যবসায়ী, গাড়ি চালকসহ লোকজনের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং মহামারী করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা চালান।