ময়মনসিংহে মুজিববর্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়ন লক্ষ্যে ২০২০-২১ সালের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস, ময়মনসিংহ এর ব্যবস্থাপনায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মুজিববর্ষে ত্রিশাল উপজেলায় গত রোববার সকাল ১১টায় ত্রিশাল সরকারি নজরুল একাডেমী মাঠে এ অনূর্ধ্ব ১৬ বছরের বালকদের এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ত্রিশাল উপজেলার ৪টি স্কুলের ২৪ জন বালক অংশগ্রহণ করে। একক ও দ্বৈত এ নকআউট পদ্বতিতে খেলা হয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল সরকারি নজরুল একাডেমী প্রধান শিক্ষক এবি,এম কামরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুলের প্রধানশিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার, ময়মনসিংহ আবদুল বারী। প্রধান অতিথি তার বক্তব্যে মুজিববর্ষে এ এমন একটি প্রতিযোগিতা আয়োজন করায় জেলা ক্রীড়া অফিসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং খেলাধুলার তাৎপর্য তুলে ধরে গুরত্বপূর্ণ বক্তব্য রাখেন।

ব্যাডমিন্টন প্রতিযোগিতায় একক ও দ্বৈত ঊভয়য়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ত্রিশাল সরকারি নজরুল একাডেমী। অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত উভয় দলকে ধন্যবাদ জানান এ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সুন্দর ও পরিচ্ছন্ন খেলা উপহার দেওয়ার জন্য।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়নস্ ও রানার্স-আপের মাঝে পুরস্কার ও সনদ বিতরণসহ অংশগ্রহণকারী প্রত্যেক স্কুলগুলো মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি হয়।