টাকা অনুযায়ী ইন্টারনেট পাচ্ছেন?

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:৪১ পিএম, ৩ মার্চ ২০২১ বুধবার

দিন দিন প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে চারপাশ। তাই ইন্টারনেট ছাড়া একবেলাও চলে না। অধিকাংশ মানুষের কাছেই ইন্টারনেট মৌলিক চাহিদার মতো। কিন্তু মৌলিক চাহিদায় হেরফের হলে তো সমস্যা!

আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, এর গতি সবসময় এক বা ঠিক থাকে না। মাঝেমধ্যেই তার স্পিড বা গতি নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। কিন্তু আপনার ইন্টারনেগের গতি যে সত্যিই কম, তা জানবেন কীভাবে?

আপনি যে গতির ইন্টারনেট প্যাক ক্রয় করছেন, সেটা ঠিকঠাক পাচ্ছেন কি-না, তা চেক করতে পারেন কয়েকটি ওয়েবসাইট ভিজিট করেই। এর মাধ্যমে দেখে দিতে পারবেন আপনি সেই মুহূর্তে সুনির্দিষ্ট কত স্পিডের ইন্টারনেট ব্যবহার করছেন।

ইন্টারনেটের গতি চেক করার ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম-

* Fast.com

* Speedof

* Highspeedinternet

* Speedtest 

* Testmy