ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ২৮ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা আইনজীবী সমিতির ২০২১-২২ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। 

তফসিলে বলা হয়, আগামী ৩১ জানুয়ারি এবং ১, ২ ও ৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়া যাবে। ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ৭ ফেব্রুয়ারি খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ৮ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার ও একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) জয়ী হয়। তবে নির্বাচনে ২৩টি পদের মধ্যে ৮টি সম্পাদকীয়সহ সংখ্যাগরিষ্ঠ ১৪টি পদে জয়ী হন সরকারপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা।