বিষধর সাপকে পানি পান করানোর ভিডিও ভাইরাল
সোশ্যাল মিডিয়া ডেস্ক

ছবি : সংগৃহীত
বেশ কদিন ধরে বয়ে যাচ্ছে প্রচন্ড তাপপ্রবাহ। আর অসহ্য এই গরমে অতিষ্ট মানুষসহ অন্যান্য প্রাণিরাও একটু পানির তৃষ্ণায় কাতর। তবে সম্প্রতি এই গরমে এক বিষধর সাপের পানির তৃষ্ণা দূর করে আলোচনায় এলেন এক যুবক।
গরমে বিষধর সাপকে বোতল থেকে পানি পান করাচ্ছিলেন এক ব্যক্তি। ভারতের তামিলনাড়ুর কুড্ডালো এলাকার একটি জঙ্গলে ভিডিওটি ধারণ করা হয়। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
টুইটারে পোস্ট করা ভিডিওটিতে দেখা গেছে, বিষধর সাপের লেজ ধরে আছেন এক ব্যক্তি। এরপর বোতল থেকে ওই সাপকে পানি পান করাচ্ছেন তিনি। এদিকে বোতল থেকে ঢেলে দেয়া পানি পান করে তৃষ্ণা নিবারণ করছে সাপটি। পান পান করানোর পর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, পানি পান করানো লোকটির নাম সেলভা। বন্যপ্রাণী নিয়ে উৎসাহী তিনি। মানুষের বাসা বাড়ি থেকে তিনি সাপ উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন।
- গ্রীষ্মের সকালে হঠাৎ শিশির-কুয়াশা!
- পদ্মায় জেলেদের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ডলফিন
- আবার আলোচিত সাংবাদিককে খাবার দেয়া শরণার্থী শিশুর সেই ছবি
- বিয়ে করেছেন ভাইরাল হওয়া শ্যামল রায়
- পিরামিডের সামনে ‘আপত্তিকর’ ফটোশুট, এ যেন ক্লিওপেট্রা
- চট্টগ্রামে বাবা-ছেলের জীবন সংগ্রাম
- কোভিড সংক্রান্ত ভুল তথ্য ঠেকাবে ফেসবুক
- এবার ঈদ বাজার কাঁপাবে ‘করোনা থ্রি-পিস’
- `ইঞ্জিনিয়ার` পাখির বাসা দেখে মুগ্ধ নেটিজেনরা
- বিষধর সাপকে পানি পান করানোর ভিডিও ভাইরাল