ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কবিতা: প্রমা ও কপটতা

সৈয়দ ইফতেখার

প্রকাশিত: ১২:৪৮, ২৪ নভেম্বর ২০২১   আপডেট: ১২:৫০, ২৪ নভেম্বর ২০২১

ফাইল ছবি

ফাইল ছবি

প্রমা

আজ তোমার কাছে হেরে যেতে চাই
তুমি জিতে গিয়ে, যে হাসি আনন্দ প্রকাশ করবে—
তা-ই অধমের স্বর্গসুখ!

ব্যপদেশ বাদ দিয়ে একদিন এসো...
রাতের ঝিঁঝিঁ পোকার ডাকের সঙ্গে সঙ্গে তাল-লয় খেলা করে,
তনুজুুড়ে উষ্ণতা!
মহীয়সী, তোমার না ভালো লাগে ‘ক্রিকেট’!

****

কপটতা

অনেকেই হয়তো অপছন্দ করেন
কাউকে ব্যতীপাত করে মরতে চাই না।

অনেকে আজ হয়তো মনে রেখে ক্ষোভ—
ভারসাম্য ইষ্টাপত্তি!

ভেতরে বিষ পুষে সরলতার কাব্য আঁকেন
উপাসনার গানও গান
দিনের পর দিন কোলাহলে,
জমান অর্থের আর্তনাদ।

মাটির ব্যবধান বাড়ে
বালুর বিন্দু থেকে বিন্দু পৃথক হয়
আবার ইটের অট্টালিকায় চাপা পড়ে কলুষ
অসম্মানের পল্লিতে জমে শীৎকার।

সর্বশেষ
জনপ্রিয়