এক বাঘাইড় ৪৫ হাজারে বিক্রি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে জেলের জালে ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ১৫০০ টাকা কেজি দরে ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ধরার পর বিকেলে স্থানীয় বাজারে তোলা হলে দেখতে ভিড় করেন উৎসুক জনতা। অনেকে মাছের ছবি তুলে ফেসবুকেও ছেড়েছেন। তবে বাজারে তোলার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় মাছটি।
জেলেরা জানান, দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের ১১ জনের একটি দল মহানন্দা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে নদীতে বড় আকারের মাছের উপস্থিতি টের পান তারা। মাছের অবস্থান বুঝে তারা একত্রিত হয়ে জাল ফেলে মাছটি ধরার চেষ্টা করেন। পরে তাদের জালে ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছটি আটকা পড়ে।
মাছ ধরা দলের সদস্য সোহাগ ও রাসেল বলেন, প্রতি বছর এ সময় মহানন্দা নদীতে বাঘাইড় মাছ ধরা পড়ে। তবে এবারই প্রথম ৩০ কেজি ওজনের এত বড় মাছ ধরতে পেরেছি। মাছটি ধরার পর বাজারে তোলা হলে ১৫০০ টাকা কেজি দরে কেটে বিক্রি করা হয়েছে।
- সিলেট বিভাগের তিন জেলায় চালু হলো ডিজিটাল রেকর্ড রুম
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- জিলাপি কিনতে দীর্ঘলাইন
- শতবর্ষের ঐতিহ্য নিয়ে আছে কুমিল্লার মিষ্টির রাজা রসমালাই
- কিশোরগঞ্জে বৃক্ষপ্রেমীদের ভরসা হর্টিকালচার সেন্টার
- ঈশ্বরগঞ্জ পৌর-নির্বাচনে নৌকা প্রতিক পেলেন সাবেক মেয়র হাবিবুর
- দেশের বিভিন্ন স্থানে দিন দিন বাড়ছে সরিষা চাষ
- বরগুনায় দেশের প্রথম বঙ্গবন্ধু নৌকা জাদুঘর উদ্বোধন
- করোনার সংক্রমণের ক্ষমতা আরো বেড়েছে
- ময়মনসিংহ নগর জুড়ে আবারও শুরু মসিকের উন্নয়ন কাজ