মিথিলা কী আয়োজন করছেন সৃজিতের জন্মদিনে ?
বিনোদন ডেস্ক:

মিথিলা কী আয়োজন করছেন সৃজিতের জন্মদিনে ?
আজ কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিন। নেটপাড়ায় চোখ রাখলে এ দিন শুধু তারই ছবি। সবাই জনপ্রিয় পরিচালককে শুভেচ্ছা জানাতে ব্যস্ত। এই বিশেষ দিনে মুখোপাধ্যায় পরিবারে কী হচ্ছে?
পরিচালকের স্ত্রী মানে অভিনেত্রী রফিয়াদ রাশিদ মিথিলা কী আয়োজন করছেন?
যোগাযোগ করা হলে অভিনেত্রী বলেন, এবছর কিছুই করছি না। কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রায় দু’মাস হতে চলল শহরের বাইরে সৃজিত। শুটিং নিয়ে চূড়ান্ত ব্যস্ত। তাই এ জন্মদিনে কোনো পরিকল্পনাই করে উঠতে পারেননি।
তার কথায়, মুম্বাইয়ে থাকলে তা-ও কিছু পরিকল্পনা করতে পারতাম। কিন্তু শিলংয়ে কোথায় ঘুরে ঘুরে শুটিং করছে কিছুই জানি না। তাই উপহারও পাঠাতে পারিনি। আয়রা ওর আব্বুর জন্য একটা কার্ড তৈরি করেছে, আমি গিটার বাজিয়ে রাত ১২টায় মেসেজ পাঠিয়েছি এটুকুই। তবে বাড়িতে কিন্তু মাংস হচ্ছে, ও দূরে থাকলেও আমরাই খাওয়াদাওয়া করব। আয়রাও বন্ধুদের সঙ্গে মজা করবে।
এক দিকে বাংলাদেশের ছবি, অন্য দিকে কলকাতার ছবি। সঙ্গে আবার অফিসের কাজের বার বার আফ্রিকা সফর। সব মিলিয়ে মিথিলাও তুমুল ব্যস্ত। এরই মধ্যে মেয়ের স্কুলও চলছে। আফ্রিকা আর কলকাতা করছেন তিনি। তাই এই বিশেষ দিনটাও কাজের মধ্যেই উদযাপন করবেন মুখোপাধ্যায় পরিবার।
- রাতের প্রথম প্রহরেই নানাকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন পরীমনি
- নাটকে বিয়ে ভেঙে গেলো সাফা কবিরের
- আজ মাহিয়া মাহির জন্মদিন
- রাজের সঙ্গে ৩ বছর থাকতে বাধ্য হন পরীমনি
- লাখপতি শাকিব-অপু পুত্র জয়
- ইতিহাস রচনা করেছেন অভিনেত্রী বাঁধন
- বাংলাদেশের সংগীত নিয়ে নোবেলের ‘কটূক্তি’
- প্রথমবারের মতো বউ সেজে নারীর বেশে হাজির হিরো আলম
- পরীমনির ইস্যুতে কি বললেন শাকিব খান
- নিলামে এবার হুমায়ুনের চশমা-তিশার শাড়ি-জেমসের সংগ্রহ