সেঞ্চুরির প্রশ্ন করতেই চমকে উঠলেন বিজয়
নিউজ ডেস্ক

সেঞ্চুরির প্রশ্ন করতেই চমকে উঠলেন বিজয়
বেশ ভালোভাবেই একপ্রান্ত আগলে রাখছিলেন এনামুল হক বিজয়। পঞ্চম ব্যাটার হিসেবে তিনি যখন আউট হন, তখন কেবল ১৫তম ওভার চলছে। সাজঘরে ফেরার আগে ৫০ বলে ৭৮ রান করেছেন ফরচুন বরিশালের ব্যাটার।
ফলে তার সামনে সেঞ্চুরির সুযোগ ছিল বেশ ভালোভাবেই।
কিন্তু হুট করে মৃত্যুঞ্জয়ের বলে বোল্ড হয়ে যান বিজয়। মিস করেন সেঞ্চুরির সুযোগ। তাহলে কি সেঞ্চুরি সম্ভব ছিল? ম্যাচশেষে সংবাদ সম্মেলনে আসার পর জানতে চাওয়া হয় বিজয়ের কাছে। অনেকটা চমকে গিয়েই তিনি জবাব দেন, ‘চাইলেই (সেঞ্চুরি সম্ভব ছিল?) সিরিয়াসলি!’
এরপর বিজয় বলেন, ‘আমাদের পরিকল্পনায় তো একটু ১৯-২০ আছেই। পরিকল্পনা ছিল মৃত্যুঞ্জয় ভালো বল করেছে দুই ওভার। আরেক ওভারে এসেছে মিডল অব দ্য টাইমে। অবশ্যই ওকে আমার দেখে খেলা দরকার ছিল। তাহলে হয়তো পরের ওভারে যে আসতো...
তিনি আরো বলেন, কত রান করতে পারতাম এটা গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু শেষ করে আসতে পারতাম। অবশ্যই আপনার যে প্রশ্ন, এটা আমি মাথায় রাখবো। পরে যদি এমন সুযোগ আসে, চেষ্টা করবো শেষ করে আসার। একেক সময় সামনে একেক পরিস্থিতি আসে।’
বিজয় যোগ করেন, ‘আমি ওয়ানডেতে সেঞ্চুরির জন্য নামি, এটা সত্যি। টেস্টে সেঞ্চুরির জন্য নামি, এটাও সত্যি। টি-২০তেও নামি, কিন্তু সবসময় আসলে দলের পরিস্থিতি ওরকম থাকে না। ওয়ানডে-টেস্টে অবশ্যই সেঞ্চুরির জন্য নামি। টি-২০তে রান অনেক কম হয়, বিহাইন্ড দ্য সিনে সেঞ্চুরি থাকে না। ’
- নিজের ফাউন্ডেশনের জন্য সেরা লোগো বাছাই মুশফিকের
- সোমবার টিভিতে যত খেলা
- দেশের নারী ক্রিকেটে আসছে রদবদল
- ২০২১ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ সূচি
- শিরোপাজয়ী ইনিংসের ব্যাটটি নিলামে তুলছেন মোসাদ্দেক
- ‘সেদিন তাইজুলের কারণে আমরা বেঁচে গিয়েছিলাম’
- হতাশ নেইমার, চ্যাম্পিয়ন বায়ার্ন
- বার্সাই চায় না মেসি থাকুক!
- সেই ৮০টি সিম নিলামে তুলছেন নাসির!
- লিভারপুলকে শিরোপা না দেয়া হবে অবিচার